Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

লক্ষ্মীপুর জেলা মেঘনা নদী ও বঙ্গোপসাগরের উপকূল বিধৌত একটি জেলা। জেলাটি ৫টি উপজেলা নিয়ে গঠিত। জেলায় মোট জনসংখ্যা ১৯৩৮১১১। ১টি ১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, ৩টি ৫০ শয্যা বিশিষ্ট ও ১টি ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২১টি ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, ১৮০টি কমিউনিটি ক্লিনিক ও মাঠ পর্যায়ের জনবলের মাধ্যমে জেলার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস, লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর “স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার ২০২০” অর্জন করেছে। জেলা পর্যায়ে অনুষ্ঠিত ডিজিটাল মেলায় অত্র অফিস প্রথম স্থান অধিকার করেছে। জাতিসংঘের নির্ধারিত সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস সূচক ভিত্তিক কাজ করার উদ্যোগ গ্রহন করেছে।  সেকল সুচকে উন্নতি লক্ষ‌্যে জেলার সকল কর্মরতদের এবং  সকল কর্তৃপক্ষের সার্বিক সহায়তা প্রত্যাশা করছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বহুবিধ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক কাঠামোর পুনর্বিন্যাসের মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে সর্বমোট ১৮০ টি কমিউনিটি ক্লিনিক, ২১ টি ইউনিয়ন সাবসেন্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহ ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের কাঠামোগত উন্নয়ন, জনবল দক্ষ করে করে গড়ে তোলা ও সরঞ্জামাদির সরবরাহ বৃদ্ধির প্রচেষ্টা চালানো হবে। গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মানব সম্পদ উন্নয়নে অধিক গুরুত্ব প্রদান করা হবে এবং জনগণের পুষ্টিমান উন্নয়নে সার্বিক প্রচেষ্টা চালানো হবে।  


২০২৩-২০২৪ অর্থবছরের জ‌ন‌্য লক্ষমাত্রা:

  • ইপিআই কভারেজ হার (এমআর ৯৭% এ উন্নীতকরণ)
  • যক্ষা সনাক্তকরণ হার ৬২% উন্নীতকরণ
  • সিভিল সার্জন কার্যালয়ের অধীন সকল প্রতিষ্ঠানের জনবলের অনলাইন ডাটাবেইজ তৈরীকরণে সহায়তা করা
  • স্বাস্থ্য সেবা কার্যক্রম মনিটরিং ও  রিপোর্ট বাস্তবায়ন করা
  • চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য সেবা সম্প্রসারণ এবং সেবার মানবৃদ্ধি
  • কেন্দ্রীয় মানব সম্পদ ইনফরমেশন সিস্টেম হালনাগাদ করা
  • প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্প্রসারণ ও সমতা ভিত্তিক গুণগত সেবার মানবৃদ্ধি
  • সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ
  • নবজাতক ও ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার হ্রাসকরণ
  • মাতৃমৃত্যু হার হ্রাসকরণসহ মা ও শিশু স্বাস্থ্য সেবা জোরদারকরণ