স্বাস্থ্য বিভাগের সকল সেবাদানকারী ও সহযোগী ষ্টাফদের নিয়মিত সেবা প্রদানের বিষয়ে প্রশিক্ষণ হয়ে থাকে। এছাড়া সকলেরই ইলেকট্রনিক লজিষ্টিক ম্যানেজমেন্ট সিস্টেম(eLMIS), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম(HRIS), ডাটা ম্যানেজমেন্ট ও ক্যাপসা(DHIS2) সহ আইসিটি বিষয়য়ক রিফ্রেশার্স/প্রশিক্ষণ হয়ে থাকে। সেবাদ প্রদানের সকল তথ্য ক্যাপসার করা হয় DHIS2 ডাটাবেজে। এর মাধ্যমে সহজেই উর্ধ্বতন সকল পর্যায়ে সহজেই লজিষ্টিক মজুদ, সরবরাহ, মেয়াদ, পূনঃ বন্টক এবং সেবা প্রদানের অগ্রগতি, সমস্যা নিরুপণ এবং সমাধান পরিকল্পনা গ্রহণ করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস